|
Description:
|
|
ফিলিপ বার্লিন যাচ্ছে৷ কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ায় যাত্রা সহজ হচ্ছেনা৷ এই ফাঁকে রেডিও ডি-র কয়েকজন কর্মী তাদের পরিচয় দিচ্ছে৷
ফিলিপ গাড়ি চালিয়ে মিউনিখ বিমানবন্দরে যাচ্ছে৷সেখান থেকে ও বার্লিনের প্লেন ধরবে৷ আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছিল যে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ ফলে বিমান বন্দরে পৌঁছতে যতটা সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগল৷
এই পর্বে রেডিও ডি’র কর্মীরা, ফিলিপ ও তার মা বেশ ভাল করে নিজেদের পরিচয় দেবেন৷ পরিচয় দেয়ার বিভিন্ন ধরন থেকে বোঝা যাবে বন্ধুত্বপূর্ণভাবেঅথবা আনুষ্ঠানিকভাবে সম্ভাষণ জানানোর রীতিটাকীরকম৷ |