|
Description:
|
|
রেডিও ডি’র সম্পাদনা বিভাগ ফিলিপ-এর জন্য অপেক্ষা করছে৷ ওর ভবিষ্যৎ সহকর্মী পাউলা আর আইহান এটা ওটা করে সময় কাটাচ্ছে৷ তবে ফিলিপ-এর আসার কোন চিহ্ন নেই৷ টেলিফোনেও যোগাযোগ করা যাচ্ছেনা৷
খারাপ আবহাওয়ার জন্য ফিলিপ-এর অনেক দেরি হল আসতে৷ পাউলাকে টেলিফোন করে সেকথা জানানোর চেষ্টা করে সে৷ কিন্তু যোগাযোগে ব্যর্থ হয়৷ পাউলা ও তার সহকর্মী আইহান অপেক্ষা করে করে শেষ পর্যন্ত অফিস থেকে চলে যায়৷ ফিলিপের মা অফিস ফোন করার পর বিভ্রান্তিটা যেন আরো বাড়ল৷
ফিলিপ দেরি হওয়ার জন্য দু:খ প্রকাশ করছে৷ শ্রোতাবন্ধুরা, এই পর্বে আপনারা দু:খ প্রকাশ করার নানা উপায় সম্পর্কে জানতে পারবেন৷ |