|
Description:
|
|
উষ্ণ গানটি আমি সামার সংগ হিসাবে চিন্তা করছি। আমি গানটি করার সময়ই শুধু ভাবছিলাম গানটি কেমন হবে। আসলে আমি জানিনা গানটা কেমন হয়েছে । আশা করি ভাল হয়েছে। গানটা আমার অনেক পছন্দের। এই গানটা আমি অনেক ভালবাসে গেয়েছি। আশা করি আপনাদের ভাল লাগবে। কখনো কখনো উত্তেজিত হইয়ে কাজে ভুল করে ফালি পরে মনে হই কাজ মানেই ভুল করা। ছোট বেলা থেকে আমি বিভিন্ন মিউজিক শুনতাম। সেগুলো কে গাওয়ার চেষ্টা করতাম। অনেক আগে আমি একটা মিউজিক ব্যান্ড এর সাথে জড়িত ছিলাম। পরে ছেড়ে দেই। তারপর অনেক দিন মিউজিক থেকে আলাদা ছিলাম।
আমি কোন সময়ই মন থেকে শান্তি পেতাম না বার বার ভেতর থেকে ডাক আসত। কিন্তু সময়ই করে উঠতে পারতামনা। সব কিছুরি একটা সময়ই লাগে। আর লাগে মন থেকে একটা ডাক যেটা সব সমই আসেনা। |