|
Description:
|
|
শুধুই তোমার গানটি আমি নিজের মত করে গাওয়ার চেষ্টা করাছি। আমার মনে হয় গানটি ভাল হয়েছে। আমি বেশির ভাগ সমই গান শুনতে পছন্দ করি। আমি যখন গান করি সেই সময় গুলো আমার খুব ভাল লাগে। আমার কাছে বর্তমানে গান করার কোন স্টুডিও নাই আমি ভবিষ্যৎ এ একটি স্টুডিও করার চিন্তা করছি। আমি মিউজিক সবসমই পছন্দ করি। মিউজিক আমার খুব ভাল লাগে। আমার পরিবারের সবাই মিউজিক পছন্দ করে। আজ একটা নতুন কাজ করছি। মনে মনে একটা উত্তেজনা কাজ করছে। কি হবে বুজতে পারছিনা। গান গাওয়ার সময় আমার ভেতরে ভই কাজ করে। বাসাই বসে করি একটু লজ্জাও লাগে। পরিবারের সবার সামনে গান গাওয়া একটু লজ্জাতো হবেই। এখন আমি মেইনলি মিউজিক তৈরি নিয়ে কাজ করছি। পাশা পাশী অন্য কিছু করতে হবে। নতুন নতুন মিউজিক কিভাবে করছে কিভাবে নতুন এলবাম গুলো কাজ করছে এগুলো জানতে হবে। তাদের দাইল্য আপডেট গুলো মাথাই রাখতে হবে। এটা কিভাবে করব আমি জানিনা। |